আন্তর্জাতিক সমর্থনে ফাটল ধরায় আ.লীগের মাথা খারাপ হয়ে গেছে: সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সদ্য পাস হওয়া নির্বাচন কমিশন আইনের দিকে মনোযোগ না দিয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ‘আবার যে একটা দখলদারিত্বের নির্বাচন হবে, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচনি আইন করা হয়েছে। এই আইনের প্রতি জনগণের সম্মতি নেই।’
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘এই আইন আমরা প্রত্যাখ্যান করলাম। এই আইনের মাধ্যমে যে নির্বাচন কমিশন হবে, যা বর্তমানের চেয়েও খারাপ হবে। এই তামাশা নিয়ে আলোচনা করা মানে রাজনৈতিকভাবে সময় অপচয় করা।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সমর্থনে ফাটল ধরায় আওয়ামী লীগ এখন কম্পমান। তাদের মাথা খারাপ হয়ে গেছে।’
জোনায়েদ সাকি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খুন গুমতো হয়নি। এরা সবাই ভূ-মধ্যসাগরে ডুবে মারা গেছে। গুম হওয়া লোকদেরকে আমরা পরিবারের কাছে হাজির করবো। তাদেরকে কোথায় থেকে হাজির করবেন? পুড়িয়ে ছাই করে দিয়েছেন। হয়তোবা সেই ছাই আমাদের সামনে হাজির করবেন। এদের যে মাথা খারাপ, এটা পরিষ্কার বুঝা যাচ্ছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।