ঢাকার দুই মহানগরে শ্রমিকদলের নতুন কমিটি ঘোষণা

0

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শ্রমিকদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নিম্মোক্ত নেতৃবৃন্দের নেতৃত্বে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শ্রমিক দল-ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন মো: সুমন ভূঁইয়া, সদস্যসচিব মো: বদরুল আলম (সবুজ)।

অন্যদিকে শ্রমিক দল-ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছেন কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব হয়েছেন মো: কামরুল জামান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com