‘মাদার অব ডেমোক্রেসি’ খেতাব পেলেন খালেদা জিয়া

0

কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে দুটি পদক পেয়েছেন তা আজ হস্তান্তর করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদকপ্রাপ্তির খবর জানান।

তিনি বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ ইং সালে ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ২০১৯ ইং সালে ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করে।

দলীয় প্রধানের এই পদকপ্রাপ্তির খবরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন , সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব ও নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বহিস্কৃত ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও বিএনপি জোটের শরিকদের মধ্যে ন্যাশনাল পিপলস্ পার্টি এনডিপি চেয়ারম্যান ডঃ ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com