সরকারের মন্ত্রিসভার দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যা অমার্জনীয়: মান্না
দেশে গুম প্রসঙ্গে শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সরকারের মন্ত্রিসভার দুই শীর্ষ মন্ত্রীর এই ধরনের মিথ্যা ও গুম হওয়া ব্যক্তি ও পরিবারের প্রতি উপহাসমূলক বক্তব্য অমার্জনীয়।’
রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের নেতা সাকিব আনোয়ারের সই করা বিবৃতিতে মান্না এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারগুলো বছরের পর বছর ধরে হারানো স্বজনদের ফিরে পেতে আর্তনাদ করছে। এই পরিবারগুলোকেও দিনের পর দিন হয়রানি করা হচ্ছে। সর্বশেষ জাতিসংঘ সরকারের কাছে গুমের বিষয়ে জানতে চাওয়ার পর তাদের ওপর পুলিশি হয়রানি আরও বেড়েছে।’