নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ
রাজধানীর রূপনগর এলাকায় কর্মিসভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ তুলে রোববার সন্ধ্যায় নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে ছাত্রদলের কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানিয়েছেন, রূপনগরে আমাদের কর্মিসভায় পুলিশ হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই। এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল বের করলে পুলিশ আবার হামলা করে।