জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকব: সালাম
‘বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে, বিএনপির লড়াই তাদের বিরুদ্ধে’ বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, আমরা সামর্থের সবটুকু দিয়ে এই দেশ এবং জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকব।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক সাক্ষাৎকারের চতুর্থ দিনে রোববার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপি কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকার সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এসময় মজনু বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদের এখনই বজ্রকঠিন শপথ নিতে হবে। যে কোনো মূল্যে আগামী দিনে জাতিকে মুক্ত করতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।