‘সার্চ কমিটি আ.লীগের ভোট চুরির প্রজেক্ট’
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রজেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শনিবার (৬ ফেব্রয়ারি) দুপুরে নতুন সার্চ কমিটি গঠনের পর বিএনপির এই নীতিনির্ধারক বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। জণগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না এমন সার্চ কমিটি নিয়ে বিএনপি ভাবছে না।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান টুকু বলেন, ‘আমরা মনে করি এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক আর যেই নির্বাচন কমিশনই হোক এই সরকার থাকলে আমরা কোন নির্বাচনে যাবো না।
দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের বাহিরে সকল রাজনৈতিক দল নির্বাচনকালীন সময়ে দলনিরপেক্ষ সরকার প্রত্যাশা করে। দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে প্রশাসন,নির্বাচন কমিশন কোনটাই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এটা লোক দেখানো সার্চ কমিটি ভাল কিছু প্রত্যাশা করা যায় না।