গুরুদাসপুরে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত

0

নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ আওয়ামী দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নে তার বাড়ির অদূরে এ হামলার ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে আজিজ চেয়ারম্যান ধারাবারিষা ইউনিয়নের উদবাডিয়া গ্রামের ওসমান মোল্লার জানাজা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাবেক মেম্বার আমিরুল ইসলামের বাড়ির কাছাকাছি এলে আমিরুল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত আব্দুল আজিজের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা প্রথমে আজিজ চেয়ারম্যানকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো হাসুয়া দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com