খালেদা জিয়া আশঙ্কামুক্ত নন: অধ্যাপক শাহাবুদ্দিন

0

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সুস্থ নয় বলে জানিয়েছেন তার মেডিক্যাল বোর্ড। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এই কথা জানান।

তিনি বলেন, উনার দুইটা কন্ডিশন। এক নাম্বার, উনি ক্লিনিক্যালি স্টেবল বাট নট কিউর। বাট সি ইজ নট ফ্রি অব ডিজিস। দুই নম্বর হচ্ছে, আমাদের কোভিড পরিস্থিতি, সেকেন্ডারি ইনফেকশন এবং সি ইজ বেরি মার্চ বারগানেবল। সেজন্য আপাতত উনাকে বাসায় পাঠাচ্ছি। এরপরে যদি কোনো রকম ক্রাসিস হয় উই আর রেডি টু রেসিভিং হার এগেইন ইন হসপিটাল।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রসঙ্গ টেনে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো পজিবল ট্রিটমেন্ট ছিলো তা আমরা দিয়েছি। আমরা হসপিটালের ডাক্তারদের সাথে, বাইরের কনসালটেন্টের সাথে, অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছি। আমরা বিদেশে কনসালটেন্টদের সাথে, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়ার কনসালটেন্টদের সাথে কথা বলেছি। সবারই একই মত যে, আপাতত আমরা কনট্রোল করেছি। বাট সী নিডস টু গো এবরোড ফর হার পারমেন্টে ট্রিটমেন্ট।

বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ১১ তলায় মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। এতে মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এম এস আরেফিন, অধ্যাপক একিউএম মহসেন, অধ্যাপক শেখ মুহাম্মদ আবু জাফর, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক লুতফুল আজিজ, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, অধ্যাপক এজেডএস জাহিদ হোসেন, অধ্যাপক জাফর ইকবাল, মুহাম্মদ আল মামুন, ডা. রফিকুল ইসলাম, ডা. শাহরিয়ার সাইদ,ডা. আরমান রেজা চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com