খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়, তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে: চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও যেকোনো সময় অবনতি হতে পারে। আপাতত করোনা ঝুঁকির কারণে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসক দল।
গতকাল মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসক দলের সদস্যরা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী ও প্রফেসর ডা শাহাবুদ্দীন তালুকদার বলেন, আমরা চিকিৎসা দিয়ে তার (খালেদা জিয়া) রক্তক্ষরণ সাময়িক বন্ধ করতে পেরেছি। আপাতত রক্তক্ষরণ বন্ধ হলেও যেকোনো সময় আবার হতে পারে। তাকে পুরো সুস্থ করার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে।