করোনা ঝুঁকি এড়াতেই অসুস্থবস্থায় হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন। পরে সাড়ে ৮টার দিকে তিনি বাসায় পৌঁছান।
হাসপাতাল থেকে তিনি তার ব্যবহৃত নিশান পেট্রোল জিপটিতে করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। তার গাড়ির সামনের সিটে গৃহকর্মী ফাতেমাকে দেখা যায়। তিনি গাড়ির দ্বিতীয় সিটে বসেন।
বেগম খালেদা জিয়ার গাড়িটি যখন এভারকেয়ার হাসপাতাল থেকে বের হচ্ছিল তখন শতাধিক নেতাকর্মী তার গাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।