মুন্সীগঞ্জ বার নির্বাচনে আওয়ামী পরিষদের ভরাডুবি

0

মুন্সীগঞ্জ বারের নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবি হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। দু’টি প্যানেলে নির্বাচন হয়। একটি আওয়ামী প্যানেল অপরটি জাতীয়তাবাদী প্যানেল।

দুটি প্যানেলের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ভরাডুবি হয়েছে। সভাপতি, কার্যকরি সদস্য একজন ও মহিলা বিষয়ক সম্পাদক পদ ছাড়া বাকি ১১ পদেই বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।

একটি পদে দুই প্যানেলের প্রার্থীই সমান সমান ভোট পেয়েছেন। সর্বমোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৪০৭ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি ১১ জন ভোটার বিভিন্ন কারণে ভোট দিতে আসতে পারেননি। তবে ৪১৮ জন ভোটারের মাঝে নারী ভোটার ছিলেন ৬৫ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com