অবৈধ সরকারের দুর্নীতি, দুঃশাসনে দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজমান: আবদুস সালাম
গতকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয় ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজুনু’র সঞ্চালনায় এই জরুরী সভায় মহানগর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এবং সদস্যগণ ছাড়াও বিভিন্ন থানা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।