কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী এবং আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার মিরপুর ও গাবতলীতে এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক, আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা-১৪ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় এমপি প্রার্থী দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, গাজী রেজাউনুল হক রেজা, সায়দুল হক, আহসান উল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির রওশন, হাজী মোঃ ইউসুফ, মাসুদ কমিশনার, আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার দুলু, মো: মজিবুল হক, আইয়ুব আলী প্রমুখ।

শীতবস্ত্র বিতরণের আগে জিয়াউর রহমান ও কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com