বিএনপি বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি: ফখরুল

0

‘বিএনপি দেশের ক্ষতি করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে’ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যা করে দেশ এবং গণতন্ত্রের স্বার্থে কাজ করে। বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গতকাল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তসমূহ নিয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.