খালেদা জিয়ার মুক্তির জন্য গান গাইলেন কানাডিয়ান শিল্পী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য এবার গান গেয়েছেন কানাডিয়ান শিল্পী যারওয়ে ডি।
ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গান সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে।
শিল্পী যারওয়ে ডি গানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরেন।
এ ব্যাপারে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, যারওয়ে ডি এর গানের উল্লেখিত বিষয় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের কথা। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তার শারীরিক অবস্থার যে অবনতি দিন দিন ঘটছে তার জন্য দরকার উন্নত চিকিৎসা ব্যবস্থার। বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আজ একত্রিত হয়ে বেগম জিয়ার মুক্তির জন্য বেগম জিয়ার পাশে দারিয়ে তাকে শক্তিশালী করে তুলতে হবে। তিনি যাতে তার নৈতিক অধিকার ফিরে পান সেই জন্য সবার লড়াই করতে হবে।