রাজধানীতে বিএনপির কম্বল বিতরণ
পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ কাকরাইল, খিলগাঁও, ধানমন্ডী, মোহাম্মাদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি।
রবিবার (২৩ জানুয়ারি) রাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দীন আহমেদ উজ্জ্বল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম-আহ্বয়ক ইথুন বাবু, ছাত্রদল নেতা মিলাত পাটোয়ারি, সুজন মোল্লা, রাজু আহমেদ প্রমুখ।