বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে পাওয়া গেলো মুন্সিগঞ্জের আলু ক্ষেতে

0

বিএনপি’র কাউন্সিলর প্রার্থী ও সূত্রাপুর থানা বিএনপির সেক্রেটারী মোস্তাফিজুর রহমান ফয়েজকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলের নেতারা। সোমবার সকালে ওই কাউন্সিলরকে সিরাজদিখানের একটি আলুর জমিতে পান স্থানীয়রা। তাদের সহযোগিতায় তিনি বাড়ি ফিরেন। পরে তাকে রাজধানীর ন্যাশনাল হাসপাতে ভর্তি করানো হয়। বিএনপি সমর্থিত মেয়র প্রাথী ইশরাক হোসেনের ব্যাক্তিগত সহকারী আরিফুল ইসলাম জানান, ওই কাউন্সিলর প্রার্থীর সঙ্গে থাকা মোবাইল, টাকা ও ব্যাংকের কাগজপত্র সবকিছু নিয়ে যায় অপরহরনকারীরা। এদিকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, মোস্তাফিজকে রোববার রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। সোমবার তাকে মুন্সিগঞ্জের আলু ক্ষেতে পাওয়া গেছে। সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী মানবজমিনকে জানান, বিষয়টি তারা অবগত নন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com