রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নয়াপল্টন, কাকরাইল, শাহবাগ, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার(২২ জানুয়ারি) রাতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্দ্যোগে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম, সহসভাপতি ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ডাঃ মেহেদি হাসান, ডাঃ জাফর, ডাঃ মুরাদ, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া জবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।