অধ্যাপক মান্নানের মস্তিষ্কে অপারেশন করতে হবে

0

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান অনেক দিন যাবৎ অসুস্থ অবস্থায় আছেন। কিছুদিন যাবৎ তার মস্তিষ্কে কাজ করছে না।

চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে অপারেশন করতে হবে।

অধ্যাপক মান্নানকে গত ১৫ জানুয়ারি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে এম এ মান্নানের একমাত্র ছেলে মনজুরুল করিম রনি জানিয়েছেন মস্তিষ্কে পানি জমে থাকায় মস্তিষ্ক কোনো রকম কাজ করছে না। ডায়াবেটিস বাড়ার কারণে অপারেশন করতে দেরি হচ্ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এলে দ্রুতই অপারেশন করা হবে।

তিনি পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফন নাহার কান্তা কোভিড-১৯ পজিটিভ। তারা চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে তারা ভালো আছেন। দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com