ধর্ষণের বিরুদ্ধে ঘরে ঘরে আওয়াজ তুলুন — নিপুন রায় চৌধুরী

0

সোমবার, জানুয়ারি ৬, ২০২০, সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রোববার, জানুয়ারি ৫, ২০২০, রাতে কুর্মিটলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ও তাঁর পরিবারের পাশে দাঁড়াতে ডিএমসিতে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। ছাত্রীর সার্বিক খবর নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপি কেন্দ্রীয় নেত্রী এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

নিপুণ রায় জানান, ছাত্রীর মাকে তিনি জানিয়েছেন বিএনপি তাঁদের সাথে আছে। আইনি ও চিকিৎসা সহযোগিতা দিবে বিএনপি।

নিপুণ রায় ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রহীনতার ফল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ বিপর্যয়। আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খোদ রাজধানীতে নিষ্ঠুর নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে।

তিনি, ধর্ষণের বিরুদ্ধে ঘরে ঘরে আওয়াজ তোলার আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com