রাজধানীতে বিএনপির শীতবস্ত্র বিতরণ

0

অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর মোহাম্মদপুর থানা বিএনপি ও গত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুস সালামের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় তিন শতাধিক গরীব, দুস্থ, অসহায় নারী পুরুষ ও শিশুদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা সোহেল রহমান, আদাবর থানা বিএনপির সভাপতি আক্তরুজ্জামান, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি ওসমান গণি শাহজাহান, থানা বিএনপি নেতা বজলুর রহমান, জামাল হোসেন, দেলোয়ার হোসেন মামুন, যুবদল নেতা ফয়সাল, মান্নান হোসেন, শুকুর আহমেদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com