আ.লীগের মিথ্যাচার আর উন্নয়নের গল্প জনগণের জন্য বোঝা স্বরূপ: সুব্রত চৌধুরী

0

গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, কী ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে আমরা জানি না। তবে বুঝতে পারছি—দেশের বিচার বিভাগ দুর্বল করে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে বলেই বিশ্ব দরবারে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়ে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আসছে। আমাদের পুলিশ বাহিনী, সামরিক বাহিনী ও প্রজাতন্ত্রের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, একদল এটা নিয়ে প্রাথমিকভাবে মিথ্যাচার করলেও পরে রাষ্ট্রের জনগণের কষ্টার্জিত পয়সা খরচ করে লবিষ্ট নিয়োগ করেছে। এদের লজ্জাও নেই সারাদিন মিথ্যাচার করে আর উন্নয়নের গল্প শোনায়—যা আমাদের জনগণের জন্য বোঝা স্বরূপ।

শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে গণফোরাম (একাংশ)  কেন্দ্রীয় কমিটির সভায় সুব্রত চৌধুরী এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানোর মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যেখানে গণতন্ত্র থাকে না সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। আর সুশাসন প্রতিষ্ঠিত না হলে জনগণের ওপর অত্যাচার-অবিচার, জুলুম-নিপীড়ন চলতে থাকে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com