স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূরের ১০ কর্মী গ্রেফতার, প্রধান সমন্বয়কের বাড়িতে অভিযান

0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিগত কয়েকদিন ধরে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করে আসছিলেন। গতকাল থেকে এ পর্যন্ত ১০ জন নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১৫ জানুয়ারি) এ অভিযোগ করেন তিনি। এদিন বিকেলে তার প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান তিনি। তবে এসময় বাড়িতে ছিলেন না কামাল।

এদিকে গ্রেফতার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো: মমতাজ মিয়া, মো: জামাল, মো: গিয়াসউদ্দিন প্রধান, আহসান হোসেন ভূইয়া, মনির হোসেন, আহসানউল্লাহ, কাজী জসিম উদ্দিন, মো: বোরহান উদ্দিন, আবু তাহের, জয়দেব চন্দ্র মন্ডল।

এ টি এম কামাল জানান, পুলিশ আমার বাসায় তল্লাশি চালিয়েছে। নির্বাচনের আগের দিন এধরনের অভিযান আমাদের প্রতি প্রশাসনিক চাপ প্রয়োগ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com