অধ্যাপক তাজমেরী ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের শীর্ষ নেতা ড. তাজমেরী এস ইসলামকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
শুক্রবার বিএফইউজের সভাপতি এম. আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, তাজমেরী ইসলাম একজন বয়োবৃদ্ধ ও নন্দিত শিক্ষাবিদ। অথচ একটি পুরনো মামলায় তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত অমানবিক এবং মানবাধিকার লংঘনের শামিল। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণই প্রকাশ পেয়েছে। এতে প্রমাণ হয়েছে, সরকার ভীতির পরিবেশ তৈরি করে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছে।
বিবৃতিতে অনতিবিলম্বে ড. তাজমেরী এস ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি