অধ্যাপক তাজমেরী ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিন

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের শীর্ষ নেতা ড. তাজমেরী এস ইসলামকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শুক্রবার বিএফইউজের সভাপতি এম. আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, তাজমেরী ইসলাম একজন বয়োবৃদ্ধ ও নন্দিত শিক্ষাবিদ। অথচ একটি পুরনো মামলায় তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত অমানবিক এবং মানবাধিকার লংঘনের শামিল। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণই প্রকাশ পেয়েছে। এতে প্রমাণ হয়েছে, সরকার ভীতির পরিবেশ তৈরি করে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছে।

বিবৃতিতে অনতিবিলম্বে ড. তাজমেরী এস ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com