মির্জা ফখরুলের জন্য বিএনপি নেতাদের প্রার্থনা সভা
সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করে প্রার্থনাসভা করেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কোরআন পাঠের মধ্য দিয়ে শুরু হয় সভা।
প্রার্থনায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।
অংশগ্রহণকারীরা বিএনপি মহাসচিবসহ দলের অন্য নেতাদের রোগমুক্তি কামনায় সম্মিলিতভাবে প্রার্থনা করেন।