নিষ্কৃতি পাওয়ার একমাত্র পথ হলো সমাজে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করা।
আমি নির্দ্বিধায় বলতে পারি, আজ সমগ্র বাংলাদেশে যে মারামারি-হানাহানি চলছে, সীমাহীন জুলুম-নির্যাতনের যে তাণ্ডব চলছে, নৈতিক অবক্ষয়ের যে সয়লাব বয়ে চলছে; তার জন্য একমাত্র দায়ী রাতের ভোটে নির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের শাসন ব্যবস্থা।
আর এর থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র পথ হলো সমাজে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করা।
তবেই গনতান্ত্রিক নীতি-আদর্শ বাস্তবায়ন হবে, শান্তি ও কল্যাণময় সমাজ গঠন করা সম্ভব হবে, সম্ভব হবে দুর্নীতি ও কলুষতামুক্ত অনাবিল শান্তির বাংলাদেশ গঠন করা।
তাই আসুন, আমরা ব্যক্তি, পরিবার ও সমাজ তথা সর্বক্ষেত্রেই সঠিক নীতি-আদর্শ পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করে একটি আত্বমর্যাদাসীল, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য মাত্রা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তুলি।