যুদ্ধ কারো জন্যই মঙ্গল বয়ে আনতে পারে না।
যুদ্ধ কারো জন্যই মঙ্গল বয়ে আনতে পারে না। একবার ভাবুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হতভাগ্য বাংলাদেশী শ্রমিকরা সব হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হলে দেশের অবস্থাটা তখন কি হবে? যে রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে তার কোমরটা যদি নিমেষের মধ্যে ভেংগে পড়ে, তাহলে উন্নয়নের এতোসব গল্প আমরা কাকে শোনাবো?
ইরাকে প্রচুর বাংলাদেশী শ্রমিক নিদারুন ভয়ের মধ্যে রয়েছে। তাদের নিরাপত্তার জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখন সবচেয়ে বেশী জরুরী। খোদ সৌদিতেই রয়েছে ২৪ লাখের মত বাংলাদেশী শ্রমিক। মধ্যপ্রাচ্যে এদের রক্ষা করাটাই আমাদের এখনকার সবচেয়ে বড় পররাষ্ট্রনীতি।