সরকার বেগম জিয়াকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

0

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। বিকাল তিনটায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার স্বজনরা হাসপাতালে প্রবেশ করেন। প্রায় একঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে কাটান তারা। স্বজনদের মধ্যে ছিলেন, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান সিথী, নাতনী জাহিয়া রহমান, নাতী সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনী আরিফা ইসলাম প্রমূখ।
সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম বলেন, সরকার বেগম জিয়াকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যে চিকিৎসা দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন তিনি? তার স্বাস্থ্যের অবস্থা আগের চাইতে আরো অনেক বেশি অবনতি হয়েছে।

সেদিন তো তার ফাস্টিং বললাম ১৫, আর আজকে ১৮। তিনি হাত সোজা করতে পারছেন না।  তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে। তার খুবই খারাপ অবস্থা। হাঁটুতেও ব্যথা আছে। হাঁটু ফুলে গেছে। তিনি পা ফেলতে পারছেন না। কথা বলতে কষ্ট হচ্ছে। কিছু খাচ্ছেন না এবং খেলেও তা বমি করে ফেলে দিচ্ছেন। ডাক্তার আজকে বোধহয় এসেছিল। তারা ওষুধ দিয়েছে। কিন্তু সে ওষুধে কাজ হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার।
জামিনের ব্যাপারে বেগম জিয়া কিছু বলেছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, সেদিনতো জামিন দিলো না। এ বিষয়ে কোনো কথা বলেননি। আর আমরাতো পারমিশন পাই না উনার সঙ্গে দেখা করার। আজকে একমাস হলো অনেক বলার পরে আমরা দেখা করার অনুমতি পেলাম। আমরা কাছে আসলে তাওতো তার একটু ভালো লাগে। কিন্তু আমরা যে দেখতে আসবো সেই পারমিশন তারা দিচ্ছে না।
উন্নত চিকিৎসার বিষয়ে বেগম জিয়া কোন কিছু বলেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, তিনিতো অসুস্থ। উন্নত চিকিৎসাতো চাইবেনই। তার সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরি। তিনি আপনাদের ও দেশের সকল জনগণের কাছে দোয়া চেয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com