ফেব্রুয়ারির মধ্যে ১০ বিভাগে বর্ধিত সভা করবে কৃষক দল

0

ফেব্রুয়ারির মধ্যে ১০ সাংগঠনিক বিভাগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় জেলা কমিটি পুনর্গঠন, মূল্যায়ন ও করনীয় ঠিক করতে জেলায় জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দায়িত্ব বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় ৫৫ জন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন।

সভায় সংগঠনের নতুন সদস্য সংগ্রহের জন্য ‘সদস্য সংগ্রহ’ অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সংক্রান্ত একটি উপ-কমিটি গঠন করেছে সংগঠনটি। কমিটির আহবায়ক ওমর ফারুক শাফিন (সহ-সভাপতি) ও সদস্য সচিব ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু (যুগ্ম সম্পাদক)।

এছাড়াও ওয়েব সাইড ও ডাটা বেইজ তৈরির জন্য একটি সাব কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক ইউসুফ আলী মোল্লা (যুগ্ম সম্পাদক) ও সদস্য সচিব কে এম নাজমুল হক (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com