ফেব্রুয়ারির মধ্যে ১০ বিভাগে বর্ধিত সভা করবে কৃষক দল
ফেব্রুয়ারির মধ্যে ১০ সাংগঠনিক বিভাগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।
গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় জেলা কমিটি পুনর্গঠন, মূল্যায়ন ও করনীয় ঠিক করতে জেলায় জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দায়িত্ব বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় ৫৫ জন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন।
সভায় সংগঠনের নতুন সদস্য সংগ্রহের জন্য ‘সদস্য সংগ্রহ’ অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সংক্রান্ত একটি উপ-কমিটি গঠন করেছে সংগঠনটি। কমিটির আহবায়ক ওমর ফারুক শাফিন (সহ-সভাপতি) ও সদস্য সচিব ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু (যুগ্ম সম্পাদক)।
এছাড়াও ওয়েব সাইড ও ডাটা বেইজ তৈরির জন্য একটি সাব কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক ইউসুফ আলী মোল্লা (যুগ্ম সম্পাদক) ও সদস্য সচিব কে এম নাজমুল হক (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক)।