অনির্বাচিত বলেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে সরকারের পক্ষ থেকে কেউ আসেনি: ইশরাক

0

রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষতিগ্রস্তদের কোন খোঁজ নিতে সরকারের পক্ষ থেকে এমনকি সিটি করপোরেশনের হয়েও কেউ আসেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাপ্তান বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে যান ইশরাক হোসেন। এসময় সাথে ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

এ সময়, ইঞ্জিনিয়ার ইশরাক হ্যসেন বলেন, অগ্নিকাণ্ডের প্রায় ১ দিন পেরিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের কোন খোঁজ নিতে এখনো সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। এমনকী সিটি করপোরেশনের পক্ষ থেকেও কেউ আসেনি। এতেই বুঝা যায় ভোট ছাড়া জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে। সেই সাথে বিএনপির পক্ষ থেকে কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণাও দেন ইশরাক হোসেন।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাব্বির আহমেদ আরিফ, ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কমিশনার মোজাম্মেল হক মুক্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com