সীমান্তে হত্যায় নতজানু পররাষ্ট্রনীতি দায়ী: বিএনপি
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না। আমরা চাই না আর কোনো ফেলানী কাঁটাতারে ঝুলে থাকুক।
গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির কনভেনশনে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারকে হঠাতে বিএনপি যে আন্দোলন করছে তাতে টানেলের শেষ প্রান্তে ‘আলোর রেখা’ দেখতে পাচ্ছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পারছি। এই সরকারের আয়ু বেশি দিন নেই। রাজপথে অনেক বেশি লোকসমাগম হচ্ছে, সাধারণ মানুষও আসছে। পরিবর্তন আসবেই। ’
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হচ্ছে। স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীরা জয় পাচ্ছেন। নির্বাচনে এত কারচুপির পরও তারা জিততে পারছেন না। জনগণ তাদের ঘৃণা করে। ’
সম্প্রতি র্যাবসহ সংস্থাটির ছয় কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ আগামী দিনে নিশিরাতে নির্বাচন করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষণ হচ্ছে, একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আরও অনেক নিষেধাজ্ঞা আসবে। যদিও এটি আমাদের জন্য লজ্জাজনক। ’
সরকার প্রতিহিংসামূলকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কষ্ট দিচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘এখন জনগণের উচিত বিএনপির নেতৃত্বে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করা। ’
৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই মূল প্রবন্ধ উপস্থাপন করেন।