ভোটাধিকার-গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন: সেলিম

0

রুটি-রুজি-ভোটাধিকার-গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার ( ৭ জানুয়ারি) দুপুরে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ আজ যেমন দুই ভাগে ভাগ হয়েছে, তেমনি ঢাকা শহরও দুই ভাগে ভাগ হয়ে রয়েছে। একদিকে রয়েছে ৯৯ শতাংশ মানুষ, যারা মধ্যবিত্ত, নিন্মবিত্ত, বিভিন্ন কারখানার শ্রমিক, রিকশাশ্রমিক, নিন্ম আয়ের মানুষ। অন্যদিকে রয়েছে ১ শতাংশ বিত্তবান, যাদের বেশিরভাগই লুটেরা। বাংলাদেশে এবং ঢাকা শহরে দুইটা অর্থনীতি হয়ে গেছে। আমরা ৫৪ ভাগ বাঙালির অধিকার আদায়, অধিকার আদায়ের জন্য একাত্তর সালে যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করেছি। আজ ৯৯ ভাগ মানুষের অধিকার আদায়ের জন্য একইভাবে আমাদের সংগ্রাম গড়ে তোলা প্রয়োজন। সেই সংগ্রাম করতে না পারলে আমরা বাঁচতে পারবো না। মানুষকে বাঁচাতে পারবো না। দেশকে রক্ষা করতে পারবো না।

তিনি আরো বলেন, একাত্তরের যে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলেন, তারা কারা তারা ছিলেন কারখানার শ্রমিক, গ্রামের কৃষক, ক্ষেতমজুর, ছাত্র-যুবক, মেহনতি মানুষ। অথচ অল্প কিছু মানুষ আজ ধনী হয়েছে, লুটপাট করছে। তারা দেশের মানুষকে বিভিন্ন কায়দায় নির্যাতন করছে।

কমরেড সেলিম বলেন, জনগণের ভোট ও ভাতের সংগ্রাম রোধ করার জন্য সরকার মানুষের কণ্ঠস্বর রোধ করছে, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করছে। দেশে চলছে ফ্যাসিস্ট দুঃশাসন। দুঃশাসন হটাতে হবে।

সম্মেলনের উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুজ্জামান হীরা, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার শাহীন রহমান, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com