শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির সংসদ সদস্য মোশারফ
সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। সবাই ঢাকার বাসায় আইসোলেশনে আছেন বলেও জানান বিএনপির এই সংসদ সদস্য।
মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ সচিবালয় করোনা পরীক্ষা সেন্টার থেকে রিপোর্ট পেয়েছি। আমি, দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী সবাই করোনায় আক্রান্ত হয়েছি। শরীরে হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাই বাসায় আছি। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।