আওয়ামী লীগ সরকার ভয়ঙ্কর হতাশার মধ্যে আছে: দুদু

0

সরকার ও আওয়ামী লীগ ভয়ঙ্কর হতাশার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, আমাদের হতাশার কথা নয়। এখন তো সরকার হতাশ। বাস্তবে যদি সরকার সত্যিটা বলে, তাহলে কি ভয়ঙ্কর হতাশার মধ্যে সরকার এবং আওয়ামী লীগ আছে সেটা আমার মনে হয় তারা জানে। আর জানে বলেই আগামী দিনে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তাকে তারা হত্যার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপরে ঢাকা রিপোটর্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘ফেলানী এবং সীমান্ত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি যে এদেশের মানুষের কি পরিমাণ সমর্থন আছে, এখন যদি একটা দলনিরপেক্ষ অবস্থান থেকে একটা নির্বাচন হতো তাহলে সেটি বোঝা যেত। ৭০ সালের নির্বাচনকেও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া অতিক্রম করতো এটা আমার ধারণার কথা বলছি।

ক্ষমতায় গেলে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না জানিয়ে দলটির এই শীর্ষনেতা বলেন, আমি বিএনপির ভাইস-চেয়ারম্যান হিসেবে বলছি- যদি দলনিরপেক্ষ নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরে যায় বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না। অতীতেও বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে নাই, আগামীতেও ক্ষমতায় বিএনপি যখন আসবে আমাদের নেত্রী যখন প্রধানমন্ত্রী হবেন আগামী দিনের সরকারের তখনও প্রতিহিংসার রাজনীতি করবে না।

দুদু বলেন, অর্থনীতি বলতে দেশে এখন কিছু নেই। আইনশৃঙ্খলা বলতেও কিছু নেই। এটা আমাদের কথা না; আমেরিকা আমাদের দেশের সাবেক সেনাপ্রধান, র‌্যবের প্রধানসহ বেশ কয়েকজনের ভিসা বাতিল করা হয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা? দেশকে এমন একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে বর্তমান সরকার, এটি ব্যখ্যা করে শেষ করা যাবে না।

তিনি বলেন, যেকোন বিচারে সরকার ফেল করেছে। এই সরকারের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে হয়, সেজন্য আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম প্রমুখ বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com