না.গঞ্জে জেলা বিএনপির মানববন্ধন

0

নারায়ণগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস আখ্যা দিয়ে মানববন্ধন করেছে জেলা বিএনপি।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি করেন দলটির নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নাসির উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাসুকুল ইসলাম রাজীব, রুহুল আমীন শিকদার, শাহ আলম হিরা, কাজী নজরুল ইসলাম টিটু, জুয়েল আহমেদ, আশরাফুল হক রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য আফজাল হোসেন ভূঁইয়া, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল্লাহ লিটন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান, রাসেল রানা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি রহিম শরিফ মায়া, জেলা তাঁতী দলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুরসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com