৫ জানুয়ারির ভোটের স্মরণে বিএনপির মানববন্ধন
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন স্মরণে ৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে প্রতি বছরের মতো এবছরও সারাদেশে কেন্দ্রঘোষিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি ঘিরে দলটির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ৯টার পর থেকেই মূলত প্রেস ক্লাবের দলে দলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে প্রেস ক্লাব প্রাঙ্গণ। মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করছে দলটি।
একইদিন দেশের প্রতিটি জেলা সদরে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এদিকে বিএনপির এ কর্মসূচি ঘিরে সকাল থেকে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
বিএনপিসহ বেশিরভাগ বিরোধী দলের বর্জনে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। ওই নির্বাচনে ১৫৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। টানা দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসে আওয়ামী লীগ, আর বিএনপি চলে যায় সংসদের বাইরে। বিএনপি নেতারা মনে করেন, ৫ জানুয়ারির সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে অতীতের সব ‘কলঙ্কিত’ নির্বাচনের রেকর্ড ভেঙে ফেলে আওয়ামী লীগ। এরপর থেকে প্রতি বছর ৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। অন্যদিকে একই দিন ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করে আওয়ামী লীগ।