বিএনপির প্রতিবাদী মানববন্ধনে ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগানে নেতাকর্মীর ঢল
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে বিএনপির পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা গেছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার আগেই প্রেসক্লাব সামনে লোকে লোকারণ্য হয়ে যায়। নেতাকর্মীরা সরকারকে ভোট চোর আখ্যায়িত করে ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগানে উত্তাল করে রেখেছে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকা।
এর আগে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।
রিজভী বলেন, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকায় এবং জেলা শহর গুলোতে এই কর্মসূচি পালন করা হবে।
মাবববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রফিকুল আলম মজনু, আমিনুল ইসলাম, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবকদলের আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত রয়েছেন।