আগামীকাল বুধবার দেশজুড়ে বিএনপির প্রতিবাদী মানববন্ধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলন ডাকা হয়।
রিজভী বলেন, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকায় এবং জেলা শহর গুলোতে এই কর্মসূচি পালন করা হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যার নিষ্ঠুর কসাই উল্লেখ করে রিজভী বলেন, আট বছর আগে ২০১৪সালের ৫ জানুয়ারি সারাদেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থী বিহীন একতরফা, বিতর্কিত প্রতারণামূলক ও হাস্যকর শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে প্রত্যাখ্যাত জনধিকৃত একদলীয় নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ আবারও সারা দুনিয়ায় নিজেদের হেয় প্রতিপন্ন করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।