‘খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বাধা সরকার’

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ সমাবেশ হয়েছে।

কক্সবাজার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়া চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়েছিলেন। সেখানেও সরকারের বাধা। কোটি মানুষের মায়ের চিকিৎসা করাতে যাদের বাধা তাদের প্রতি আমাদের শুধুই ঘৃণা। তার চিকিৎসার দাবিতে সমাবেশ করতে চাইলে তাতেও বাধা এলো। চিকিৎসার জন্য খালেদা ছাড়া সবাই বিদেশ যেতে পারে। দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় এসেছে বলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা নেই।

কক্সবাজারে ১৪৪ ধারার কারণে পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়ে পুলিশি বাধার মুখে ১৫-২০ মিনিটেই শেষ হয় সমাবেশ।

এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিকালে শহরের শহিদ সরণি সড়কে সমাবেশের ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি। জেলা বিএনপি অফিসের সামনে বিএনপির ডাকা সমাবেশস্থল থেকে ১০০ গজ দূরে শহিদ মিনারে গণতন্ত্রের বিজয় উদযাপন কর্মসূচি দেয় যুবলীগ। একই জায়গায় দুই দল কর্মসূচি ডাকায় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

খুলনা : বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি সংলাপ করলেও তার ক্ষমতা সীমিত। ভোট চুরির মাধ্যমে যারা শেখ হাসিনাকে ক্ষমতায় নিতে পারবেন, তাদের সমন্বয়ে জাতীয় চোর কমিশন গঠন করা হবে।

বিগত সংসদ নির্বাচনে রাতের অন্ধকারে চোর ও নাইট গার্ডরা জনগণের ভোট চুরি করে নিয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, আর একবার সেই চেষ্টা করলে সারা দেশে ছাত্রদলের প্রতিরাধের মুখে এই সরকার পালাবার দরজা খুঁজে পাবে না। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার খুলনায় ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

দুপুর ২টায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল। সোহেল বলেন, এভারকেয়ার হসপিটালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেশনেত্রী খালেদা জিয়া। জামিন পাওয়া তার অধিকার, কিন্তু বারবার তার জামিন বাধাগ্রস্ত করা হয়েছে।

বাগেরহাট : বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই, বাগ্স্বাধীনতা নেই, মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাগেরহাট বিএনপি অফিস চত্বরে ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচি পুলিশ পালন করতে দেয়নি। পূর্বনির্ধারিত কর্মসূচি করতে না পেরে আমরা রাজপথে প্রতিবাদ সভা করছি। তাতেও পুলিশের বাধা। এখন আর আমাদের বসে থাকলে হবে না। রাজপথে আন্দোলন করে ছাত্রদল এর দাঁতভাঙা জবাব দেবে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতির বাসভবনের সামনের রাস্তায় এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরকান্দা (ফরিদপুর) : কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুযোগ দিচ্ছে না বর্তমান সরকার। নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com