লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসাধীন আরো ২ জনের মৃত্যু

0

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে আরো দুইজন মারা গেছেন।

সোমবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বেলা ১১টার দিকে মো: রাসেল (৩৮) নামে অগ্নিদগ্ধ একজন মারা যান। অপরজন তানিমের (৮) মৃত্যু হয় রোববার সন্ধ্যা ছয়টায়।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা: সামন্তলাল সেন তাদের দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। তারা দু’জনেই শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৪৯ জন প্রাণ হারালো।

আহত হয়েছেন শতাধিক যাত্রী। এখনো অনেক যাত্রী নিখোঁজও রয়েছেন। আহতদের অনেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com