কক্সবাজারে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির সমাবেশে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে কেন্দ্র-ঘোষিত আজকের কক্সবাজার শহরে আয়োজিত জেলা বিএনপির সমাবেশ ১৪৪ ধারা উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হয়েছে।
সমাবেশ দুপুর ১ টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল দশটার আগেই কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এখন বক্তব্য রাখছেন। এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
বিএনপির সমাবেশকে ঠেকানোর জন্য গতকাল একই স্থানে শহীদ সরণীর বিএনপি কার্যালয় ও শহীদ মিনার এলাকায় জেলা যুবলীগ সমাবেশের ঘোষণা করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। তবে বিএনপির নেতৃবৃন্দ ১৪৪ ধারার বাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সমাবেশ আয়োজন করে নির্ধারিত সময়ের আগে।