বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য নয়: ফখরুল
বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সন্ধ্যায় গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য নয় জেনেও গণতন্ত্র রক্ষার জন্য ঢাকার দুই সিটির নির্বাচন অংশ নিচ্ছে বিএনপি।
তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন ও পুলিশ মহাপরিদর্শকে চিঠি দেয়া হবে। নির্বাচ সুষ্ঠ করার জন্য একটি নিদিষ্ট প্রস্তাব থাকবে।
এছাড়া ইভিএম পদ্ধতিতে নির্বাচন বিএনপি প্রত্যাখান করেছে এবং এ বিষয়ে জনমত তৈরি করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।