তারেক রহমানের নির্দেশে মায়রুফের দায়িত্ব নিলেন এমপি সিরাজ

0

বগুড়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মায়রুফ হাসানের সারাজীনের পড়ালেখার সমস্ত ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন বগুড়ার শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এমপি সিরাজ ওই শিক্ষার্থীর দায়িত্ব নেন। রোববার দুপুরে এর অংশ হিসেবে শহরের শহীদ টিটু মিলনায়তনে মেধাবী ছাত্র মায়রুফের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল ও মোশারফ হোসেন এমপি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপি নেতা আলী আজগন তালুকদার হেনাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com