খালেদা জিয়া ‘বন্দি’ তবুও তিনি কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি: আফরোজা আব্বাস

0

বাংলাদেশ জাতীয়তদাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় সবাই। বন্দি অবস্থায় হাসপাতালে আছেন তবুও তিনি মাথা নত করেননি এই সরকারের কাছে। গণআন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হব।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকার সুমি কমিউনিটি সেন্টারে রংপুর জেলা মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে জেলা মহিলা দলের কর্মি সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সাইফুল। কর্মী সভায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান নাজমুন নাহার বেবির সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাবেক এমপি সাইদা রহমান জোসনা, সহ-সভাপতি রেজিনা ইসলাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড রীনা পারভীন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মমতাজ বেগম লিপি, কেন্দ্রীয় সদস্য এ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী। বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের নেত্রী সাবেক কাউন্সিলর আরজানা সালেক, রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মুনু, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক রজব আলী, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাইফুল আজাদ প্রমুখ। কর্মীসভাটি পরিচালনা করেন মহিলা দল রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহানাজ বেগম শাহীন। এ সময় রংপুর জেলা মহিলা দলের নেতাকর্মীরাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মীসভায় বক্তারা আরও বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই-এটা হচ্ছে আমাদের এক নম্বর কথা। কেন মুক্তি চাই? কারণ তিনি হচ্ছেন একমাত্র নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয় বছর আপসহীন সংগ্রাম করেছেন। উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হননি, মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন। তার চিকিৎসকরা বলছেন যে, তাকে বাইরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু প্রতিহিংসা বশত সরকার আমাদের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে মুক্তি দিচ্ছে না। তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না। যা অমানবিক। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি করেন।

এদিকে আজ সোমবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর মহিলা দলের কর্মীসভায় তারা যোগ দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com