বিএনপির পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত সোমবার
আগামীকাল (সোমবার) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিএনপি।
রোববার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ৩২ জেলার সমাবেশ শেষ হয়েছে। এরপর পরবর্তী কোনো কর্মসূচি রয়েছে কি-না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, আগামীকাল আমাদের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা ইশরাক হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।