নৌ-মন্ত্রণালয়ের যথাযথ তদারকির অভাবে লঞ্চে অগ্নিকাণ্ড: মান্না

0

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫ জন নিহত এবং দুই শতাধিক দগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই ভয়াবহ দুর্ঘটনায় নৌপরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাব আরো একবার সামনে এলো। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মান্না গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেন, লঞ্চটির ইঞ্জিন অনেক পুরনো। লঞ্চে আগুন লাগার পরও চালক লঞ্চটিকে তীরে না নিয়ে মাঝ নদীতে নিয়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের। নৌপরিবহন মন্ত্রণালয়ের যথাযথ তদারকি এবং দায়িত্বে অবহেলার জন্যই আজকে ৪৫ জনকে পুড়ে অঙ্গার হতে হয়েছে। আরো অনেকে এখনো নিখোঁজ আছেন, হাসপাতালে যারা চিকিৎসাধীন তাদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, এর আগে যত নৌদুর্ঘটনা হয়েছে, প্রত্যেকবারই সরকার অনেক আশ্বাস দিলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমি দাবি করছি, বিশেষজ্ঞদের দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কার কার গাফিলতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা বের করা হোক এবং প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। উন্নয়নের রোল মডেল সরকার একজন দক্ষ লঞ্চ চালক তৈরি করতে পারে না। এটিই হচ্ছে এই অবৈধ স্বৈরাচার সরকারের কথিত উন্নয়নের চিত্র। দুর্নীতিবাজ, ফ্যাসিবাদি শাসনের আগুনে পুড়ে অঙ্গার হওয়া এক দেশে আমরা বসবাস করছি।
লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মান্না বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com