চেতনার নামে মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে: ইবরাহিম

0

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলাম সাংঘর্ষিক নয়। কেননা, আমরা যারা যুদ্ধ করেছিলাম ঈমানী চেতনা ও শহীদি তামান্না নিয়েই যুদ্ধ করেছিলাম। এখন চেতনার নামে মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা যারা করছেন, তারা মুক্তিযুদ্ধের ‘মু’ এর অর্থও জানেন না। কাজেই আমি মুসলমান আগে তারপর বাঙ্গালী।

গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রণাঙ্গণের যোদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। কেবলমাত্র মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়াই মুক্তিযুদ্ধের চেতনা নয়। মুক্তিযোদ্ধারা মানুষের মুক্তির জন্য, নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল; যা আজো প্রতিষ্ঠিত হয়নি। মানুষ এখনও বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।

সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম আরও বলেন, মুক্তিযুদ্ধের প্ল্যাটফর্মটি ছিল জাতীয় ঐক্যের। কিন্তু ৭২-এ এসে তা ভেঙে দেওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com