সরকার খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করতেই টালবাহানার আশ্রয় নিয়েছে: সালাম

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বলেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিছানায় মূমুর্ষু অবস্থায় কাতরাচ্ছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনে মহানগর বিএনপি কার্যালয়ে দলের এক সভায় আবদুস সালাম এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করতেই এ ধরণের টালবাহানার আশ্রয় নিয়েছে। বর্তমান শাসকগোষ্ঠীর মধ্যে মানবিকতাবোধ নেই বলেই দেশনেত্রী খালেদা জিয়ার জীবন বাঁচাতে বিদেশে পাঠানোর কোনও উদ্যোগ গ্রহণ করছে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন, সাব্বির আহমেদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com