খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণের আন্দোলনে ভেসে যাবে সরকার

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) বলেছেন, আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, নইলে জনগণের আন্দোলনের স্রোতে ভেসে যাবেন। তারেক রহমানের নেতৃত্বে এ সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে।

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আগামী ২৮ ডিসেম্বর ফেনীতে জেলা বিএনপির আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বুধবার (২২ ডিসেম্বর) সকালে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান শামীম।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশীদ হারুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- দপ্তর সম্পাদক বেলাল আহম্মদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সদস্যসহ ফেনী জেলার সব উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় মাহবুবুর রহমান শামিম জানান, ফেনীতে ২৮ ডিসেম্বর জনগণের অংশগ্রহনের মধ্য দিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে আমরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেগমান করব। ২৮ ডিসেম্বর যে কোন মূল্যে মহাসমাবেশ সফল করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com